পাইকগাছায় নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় সাংবাদিকদের করনীয় শীর্ষক কর্মশালা

সফিয়ার রহমান পাইকগাছা খুলনাঃ পাইকগাছায় ঢাকা’র ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ সহ তৃনমূল সাংবাদিক নেতার বলেছেন, দেশে প্রাকৃতিক দুর্যোগ ঝড়-ঝঞ্জা ঘুর্নিঝড় বা জলোস্বাছ্ব হলে উপকূলীয় এলাকা প্লাবিত হয়ে মানুষের জীবন-জীবিকা হুঁমকির মুখে পড়েন। শুক্রবার বিকেলে উপজেলার হরিঢালীর মাহমুদকাটিস্থ অনির্বান লাইব্রেরী মিলনায়তনে “নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় স্থানীয় সাংবাদিকদের করনীয় শীর্ষক কর্মশালা ও

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। এ প্রতিষ্ঠানের সাবেক সাধারন সম্পাদক ও কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেশ বরেণ্য সাংবাদিক ওমর ফারুক, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক শাকিলা পারভীন,খুলনা সাংবাদিক ইউনিয়ন নেতাদের মধ্যে

সাংবাদিক কৌশিক দে বাপ্পী, হেদায়েত হোসেন সহ সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান পারভেজ। সভা শুরুতে সাংবাদিক নেতৃবৃন্দকে উত্তরীয় ও পুস্পমাল অর্পন করেন আয়োজক কমিটি ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন অনির্বান লাইব্রেরীর কমিটি সংশ্লিষ্টদের মধ্যে সমীরন দে,প্রভাত কুমার দাশ,বাসুদেব রায় সহ পাইকগাছা,কপিলমিনি,কয়রা,তালা,পাটকেলঘাটা প্রেসক্লাব সহ কর্মরত সাংবাদিকরা। ওয়াটারপারস ও

সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন “এর ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলে অপরিকল্পিত ও জরাজীর্ন বেড়িবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ী,রাস্তাঘাট ভেঙ্গে চুরে তছনছ হয়। অরক্ষিত মানুষের ও গবাদি পশুর প্রানহানী ঘটে। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। নদী ভাঙ্গনে খুলনার কয়রা, পাইকগাছা,দাকোপ,সাতক্ষীরার শ্যামনগর,মুন্সিগঞ্জ,

কালীগঞ্জ সহ উপকূলের বিভিন্ন স্থানের পাউবোর বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। । সাংবাদিক নেতৃবৃন্দ আরোও বলেন, ১৯৭২ সালের প্রলঙ্কয়রী ঘুর্নিঝড় থেকে এ পর্যন্ত একাধিক প্রকৃতিক দুর্যোগ ঘুর্নিঝড় সিডর, আইলা,আম্ফান,ফনি, সিত্রাং এর ভয়াবহ তান্ডবের অভিজ্ঞতার বর্ননা দেন। নদী মার্তৃক দেশে’র কথা উল্লেখ করে বক্তারা বলেন, বিশ্ব জলবায়ুর বিরুপ প্রভাবে

কপোতাক্ষ নদ সহ অন্যান্য নদ-নদীতে জল প্রবাহ বা স্রোত না থাকায় নদীর মৃত্যু হচ্ছে। সাংবাদিক নেতারা কপোতাক্ষ’র মতো মৃত্যুপ্রায় অন্যান্য নদ-নদীর খনন করা,আইলা পরবর্তী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষনা মতে উপকূলীয় অঞ্চলে জরুরী ভাবে টেকসই বেড়িবাঁধ নির্মানে মেগা প্রকল্পের কাজ বাস্তবায়নে গুরুত্বরোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top