উচ্চপ্রু মারমা রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলায় শনিবার (২৬ নভেম্বর) হতে শুরু হয়েছে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী। এতে সর্বমোট ৩ শত ৬৬ জন উপকারভোগী দৈনিক ৪শত টাকা মজুরীতে কাপ্তাই হ্রদের কচুরিপানা পরিষ্কার, রাস্তাঘাট সংস্কার সহ নানাবিধ উন্নয়ন কাজে অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) রুহুল আমিন।এদিকে কর্মসূচীর অংশ হিসাবে শনিবার সকালে
উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর আপস্ট্রিম জেটিঘাট নামক স্থানে কাপ্তাই হ্রদের পানিতে জমে থাকা কচুরিপানা অপসারণে ১শত ৫ জন শ্রমিক অংশ নিয়ে কাজ করে যাচ্ছে বলে পিআইও জানান। কাপ্তাই হ্রদের কচুরিপানা অপসারণের এই কার্যক্রম পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ সহ সরকারি কর্মকর্তারা। এইসময় ইউএনও জানান, সামাজিক
যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে কাপ্তাই হ্রদে কচুরিপানার কারণে নৌ চলাচল বিঘ্নিত এবং সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত হচ্ছিল সংবাদ জানার পর জেলা প্রশাসক, রাঙ্গামাটি মহোদয়ের নির্দেশনা মোতাবেক এই কর্মসৃজন কর্মসুচীর আওতায় কাপ্তাই লেকে দ্রুত কচুরিপানা অপসারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই আওতায় আজ থেকে আপস্ট্রিম জেটিঘাট এলাকায় কচুরিপানা অপসারণ শুরু হয়েছে।