মেহেদি হাসান নয়ন,বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন, খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বেনজীর আলম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের
অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ফরিদ হাসানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ও আইসটি উইং এর পরিচালককৃষিবিদ মুহাম্মদ এমদাদুল হক, অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বাদলচন্দ্র বিশ্বাস, বাগেরহাটের উপপরিচালক আজিজুর রহমান,
ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ, প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত প্রমুখ।এর আগে রুপসা-
বাগেরহাট পুরাতন সড়ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। এই মেলায় মোট ১২ টি স্টলে আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারসহ নিরাপদ ও
বিষমুক্ত কৃষি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বেনজীর আলম বলেন, সরকার কৃষিতে ব্যপক উন্নয়ন করার জন্য নানা পদক্ষেপ গ্রহন করেছে। আধুনিক
ভাবে চাষাবাদ করতে সরকার সব ধরনের সহায়তা করে যাচ্ছে।