মিরসরাই সড়ক দূর্ঘটনায় হস্তশিল্পের নারী উদ্যোক্তা নিহত

 মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধি:::: মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় হস্ত শিল্প শিতল পাটি তৈরির এক নারী উদ্যোক্তা নিহত হয়েছেন। নিহতের নাম ফাতেমা বেগম (৭০) স্বামী মৃত লাতু মিয়া। তার বাড়ি মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়ায়। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখি ওয়ারলেস নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। খবর নিয়ে জানা যায়, নিহত ফাতেমা বেগম একজন কুঠির শিল্পের কারীগর তিনি নিজ হাতে শিতল পাটি তৈরি করে বাজারে বিক্রি করে তা

দিয়ে জিবিকা নির্বাহ করেন। দীর্ঘ ৫০ বছর ধরে তিনি এই পেশার সাথে জড়িত । নিজের হাতের তৈরি শিতল পাটি ভোর বেলা মিঠাছড়া বাজারে বিক্রয় করার জন্য যাচ্ছিলেন। সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মধ্য দিয়ে ৭০ বছরের ফাতেমার জীবন যুদ্ধ শেষ হলো। জোরারগঞ্জ হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই মোজাম্মেল জানান, ঢাকা

থেকে চট্টগ্রম মুখি ধনিয়ার বস্তা বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টেযায়। এতে পথচারী এক নারী বস্তার নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যান। নিহতের লাশ উদ্ধার করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া গাড়ির ড্রাইভার আহত হয়েছে তবে তার হদিস পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top