বাগেরহাটে সড়ক ও জনপদের অবৈধ স্থাপনা উচ্ছেদ  পূণরায় জমি দখলের অভিযোগ

 মেহেদি হাসান নয়ন, বাগেরহাট ::::  বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় সড়ক ও জনপদের দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পরে কতিপয় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পূণরায় জমি দখলের অভিযোগ উঠেছে। জানা যায়, গত ২রা নভেম্বর (বুধবার) সকাল ১০টায় সড়ক ও জনপদ অধিদপ্তরের খুলনা জোনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় এর নির্বাহী আদেশে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেনের নেতৃত্বে ডাক বাংলো মোড় হইতে

কাঁঠালতলা বেইলি ব্রিজ পর্যন্ত পুরাতন ঢাকা রোডের দু’পাশের অবৈধ দখলকৃত স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উক্ত স্থানগুলোতে বসতঘর, মুদি দোকান, চায়ের দোকান, ইরামত সামগ্রী দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। যার ফলে গত ২৫ অক্টোবর ২০২২ ইং তারিখে সড়ক বিভাগ বাগেরহাট নির্বাহী প্রকৌশলীন কার্যালয় (সহজ) এর ৩৫.০১.০১০৮.৪০০.৯৯.০৭২.২২.১২৩৪ নং স্মারক এর মাধ্যমে বাগেরহাট সড়ক বিভাগ- এর অধীন ভাঙ্গা-ভাটিয়াপাড়া-মোল্লাহাট-

ফকিরহাট-নওয়াপাড়া (এন-৮০৫) জাতীয় মহাসড়কের ফলতিতা এবংফকিরহাট(দিয়াবাড়ী)-মাদ্রাসাঘাট-মোল্লাহাট বোয়ালিয়া (জেড-৮৪০৯) জেলা মহাসড়কের ফকিরহাট এলাকায় সড়কের উভয় পাশের সড়ক ও জনপদ অধিদপ্তরের ভুমিতে অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা ২রা অক্টোবর ২০২২ ইং তারিখের মধ্যে অপসারণ করা হইবে মর্মে গণবিজ্ঞপ্তির প্রকাশ করে। উক্ত সময়ের মধ্যে নিজ খরচে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। পরবর্তীতে ফকিরহাট উপজেলা

চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন উক্ত স্থানের ব্যবসায়ীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের স্থাপনা নির্ধারিত সময়ের পূর্বে সরিয়ে নেওয়ার তাগিদ দেন। এমতবস্থায় অধিকাংশ ব্যবসায়ীরা নির্ধারিত তারিখের মধ্যে তাদের দোকানপাট সরিয়ে নেয়, তবে নিজস্ব সার্থ হাসিলের

উদ্দেশ্যে অভিযান পরবর্তী দখলের পায়তারায় নেমেছে কতিপয় অসাধু ব্যবসায়ী। তারা রাতারাতি দোকান ঘর নির্মান, ইট, বালু, খোয়া, প্লাস্টিক সামগ্রী রেখে বীরদর্পে ব্যবসা পরিচালনা করতে শুরু করেছে। এ ব্যাপারে, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার  মনোয়ার হোসেন বলেন, অভিযান পরবর্তীকালে সরকারী জমি দখলের বিষয়ে অবগত হয়েছি, তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top