শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধি ::: রংপুর সিটি কর্পোরেশনের কোতয়ালী থানাধীন দামোদরপুর মিয়াপাড়া গ্রামের মকবুল হোসেন (সদর মন্ডল)’র জমি দখল করার পায়তারা চলছে, জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী আসহায় পরিবার। বৃহস্পতিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত রংপুর মিডিয়া পয়েন্টে সংবাদ সম্মেলনে এমনি অভিযোগ করেন পরিবারটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন মকবুলের স্ত্রী রেবেকা বেগম তিনি বলেন, আমার
স্বামী সহজ সরল মানুষ, তার সরলতার সুযোগ নিয়ে তার ক্রয়কৃত ও পৈত্রিক সূত্রে পাওয়া আবাদী জমি তারই জ্যাঠাতো ও খালাতো ভাই আবুল কালাম আজাদ, আকতার হোসেন, আব্দুস সামাদ, বরাত আলী প্রমূখ। তাহারা আমাদের আবাদী জমি অন্যায় ভাবে জবর দখল করার চেষ্টা করে। দখল করতে না পেরে গত ১১নভেম্বর সকালে আচমকা আমাদের জমিতে হামলা চালায় সে সময় আমিসহ আমার স্বামী জমিতে গাছ গাড়তে ছিলাম, সেই সময় তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় আমার উপর
হামলা করেন। আবুল কালাম আজাদ এর করা আঘাতে আমার কপালের ডান পাশে কাটা যায়। আমার স্বামী বাঁধা প্রদান করিলে তাকে সকলে মিলে মারে। আমার মেয়ে সুমাইয়া আগাইয়া আসলে তাকেও প্রচন্ড মারপিট করেন এতে করে তার হাতের বিভিন্ন অংশ জখম হয়। আমাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে তারা আমাদের দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে এলাকাবাসীর সহযোগীতা করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় সেখানে চিকিৎসা নেই। অপরদিকে
গত ২২নভেম্বর দিবাগত রাতে তারা ভাড়াটিয়া লোকের দ্বারা তাদের রান্না ঘড়ে আগুন লাগিয়ে আমাদের নামে মামলা দেয়ার পায়তারা করেন। এতে করে আমরা ব্যপক আতঙ্কে সময় পাড় করছি। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সুস্থ তদন্ত সাপেক্ষে আমাদের আবাদী জমি ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ও আমাদের নিরাপত্তা চাচ্ছি।