রিপোর্টার রিয়াদ হাসান হৃদয় জামালপুর:::: জামালপুর জেলার দেওয়ানগঞ্জে গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স এর কর্মীদের নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৩শে নভেম্বর রোজ বুধবার দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিস অডিটোরিয়ামে কর্মীদের মাঝে দিন ব্যাপি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সালাম আহমেদ, আরবিডিএম ময়মনসিংহ । বিশেষ বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুস সবুর ডিআরএম (ডেপুটি রিজিওনাল
ম্যানেজার) ময়মনসিংহ। উক্ত ট্রেনিং এর প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স এর বিষয়ে সুন্দর ট্রেনিং উপস্থাপনা করেন,রাইসুল ইসলাম আকাশ,গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সে সময় ৮০ জন কর্মীদের উপস্থিতিতে একটি সফল ট্রেনিং পরিচালনা হয়। সে সময় আরো উপস্থিত ছিলেন,
এরিয়া ম্যানেজার খাদেমুল ইসলাম অলিদ। সানন্দবাড়ি ব্রাঞ্চ ম্যানেজার , জনাব রিয়াদ হাসান হৃদয়, ইসলামপুর ব্রাঞ্চ ম্যানেজার ফজলুল হক সহ বিভিন্ন ইউনিট ম্যানেজার। গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স এর সেবা মানুষের দার প্রান্তে নিয়ে আশাই এই কোম্পানি উদ্দেশ্য।