সাংবাদিক সরদার বাদশাকে হত্যার হুমকি তীব্র নিন্দা  জানিয়েছে খানজাহান আলী সাংবাদিক ফোরাম

স্টাফ রিপোর্টার ::::   খানজাহান আলী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব ডুমুরিয়া উপজেলা শাখা সদস্য সচিব জাতীয় দৈনিক ডেল্টা টাইমস ডুমুরিয়া প্রতিনিধি,  অভিযান টিভির স্টাফ রিপোর্টার,  ডুমাুরিয়া বাজারের বাদশা মটরস এর স্বত্ত্বাধিকারী সরদার বাদশাকে বিচারাধিন মামলা তুলে না নিলে হত্যার হুমকি দিয়ে অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ পাওয়া গেছে ডুমুরিয়ার নরর্নিয়া গ্রামের মুনতাজ শেখের পুত্র মো, মফিজুল রহমান(৩৮) বিরুদ্ধে। এ

ব্যাপারে ডুমুরিয়া থানায় জিডি করা হয়েছে (জিডি নং ১৪০২ জিডি সুত্র ও ভুক্তভোগী সাংবাদিক সরদার বাদশা জানায়, চুকনগর বাজারের বাদশা মটরস এর অফিসে সন্ত্রাসী মফিজুল রহমান আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে ব্যার্থ হয়ে পরবর্তিতে ডুমুরিয়া বাজার বাস স্টান্ডে ব্যবসায়ীক কাজে গেলে ডুমুরিয়ার নরনিয়া গ্রামের মুনতাজ শেখের পুত্র মো. মফিজুল রহমান পূর্ব বিরোধে প্রকাশ্যে জনসম্মুখে আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

আমার ডাকচিৎকারে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে বিগত দিনের ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান নির্দেশে পুলিশ সদস্য এসে আমাকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায় তখন সন্ত্রাসীদের মফিজুলও তার দলবল কে আটক করে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়।। তখন থানায় মামলা না নিলে আদালতে মামলা করা হয় ১২/১০/২০২১ তারিখ যাহার মামলা নম্বর সিআর ৪৫২ বিচারাধিন। এখন মামলাটি তুলে নিতে গত ২২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় সন্ত্রাসী

মফিজুল তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে আমাকে ফোন করে মামলা তুলে না দিলে হত্যা হুমকি সহ অশ্লিল ভাষায় গালীগালাজ করে। অশ্লিল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে মফিজুল আমাকে যে কোন সময় খুন করে লাশ গুমের হুমকি প্রদান করে। বিষয়ে আমি ডুমুরিয়া থানায় সাধারণ ডায়রী করে সন্ত্রসী মফিজুলের কলরেকর্ড এবং হত্যার উদ্দেশ্যে অপহরণের সকল ভিডিও ফুটেজসহ যাবতিয় তথ্য প্রমানাদি ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জকে দিয়েছি বলে তিনি

জানান। একের পর এক হত্যার হুমকিসহ অশ্লিল অশ্রব্য ভাষায় গালিগালাজ করায় সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে। অবিলম্বে তাকে গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। সাংবাদিক সরদার বাদশাকে হত্যার হুমকি দাতাকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন

খানজাহান আলী থানা সাংবাদিক ফোরামে সভাপতি মিয়া বদরুল আলম, সাধারণ সম্পাদক শংকর বিষ্ণুসহ সংগঠনটির সকল সাংবাদিক বৃন্দ ও বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় সভাপতি আরিফুজ্জামান জুয়েল রানা, ডুমুরিয়া উপজেলার সভাপতি খান আরিফুজ্জামান নয়ন সহ সংগঠনিক জাহিদুল ইসলাম সোহেল সহ সকল সদস্যবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top