কামরুজ্জামান শিমুল বাগেরহাট ::: বাগেরহাটে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার (২৩ নভেম্বর) বেলা ৪ ঘটিকায় বাগেরহাট জাদুঘর মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এসময় সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিস্টেম এনালিস্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান,
জাতীয় আইন ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী জনসাধারণের তথ্য অধিকার নিশ্চিত করা মৌলিক স্বাধীনতার সুরক্ষা দান। তথ্য অধিকার আইন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। এদেশে ২০০৮ সালে তথ্য অধিকার আইন করলেও প্রয়োগ হয়েছে ২০০৯ সাল থেকে। জবাবদিহিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মানে টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন, সকলের জন্য ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম করতে হবে। জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। কাজেই জনগণের
জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ তাহাকে তথ্য সরবরাহ করিতে বাধ্য। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রত্নত্বত্ত অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম ফেরদৌস, জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ যায়েদ, টুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারেফ হোসেন, ষাটগুম্বজ মসজিদের ইমাম হেলাল উদ্দিন মাতব্বর , হাফেজ এনামুল হক, কারী মুজিবুর রহমান, সিরাজুল ইসলাম খোকন, ভীম পাল, মাহাবুবুর রহমান সহ অনেকে।