এস.এম.শামীম দিঘলিয়া খুলনা // দিঘলিয়া উপজেলার সেনহাটি কলের পুকুর এলাকা থেকে মানসিক প্রতিবন্ধী ফয়সাল হক (২৫) নামের যুবক নিখোঁজ হয়েছেন। গত রোববার সকালের দিকে উক্ত এলাকা থেকে নিখোঁজ হন তিনি। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। পারিবারিক সূত্রে জানাযায়, নিখোঁজ যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন। রোববার কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন সম্ভাব্য স্থানে খোঁজ করে না পেয়ে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।