কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি,কেন্দুয়া সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন,
নেত্রকোনা জেলা পরিষদ সদস্য মোস্তাফিজ উর রহমান ভুঞা বিপুল, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম, কেন্দুয়া বাজার কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক ভুঞা ও সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সকল বিভাগীয় কর্মকর্তাবৃন্দ,ইউপি চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা,শিক্ষক, বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দসহ মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।