যশোর অভয়নগরে এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত

 স্টাফ রিপোর্টার ::::  এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ এই শ্লোগান নিয়ে ১৮-২৪ নভেম্বর যশোরের অভয়নগরে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে।  মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সচেতনামূলক অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।এ উপলক্ষে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে একটি র‌্যালি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওহিদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডা. রাকিব,ডা.

মাহফুজুর রহমান সবুজ, ডা. আলীমুর রাজীব, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দা নাসরিন জাহান প্রমূখ।এসময় বক্তারা বলেন, এন্টিবায়োটিক বিষয়ে আমাদের আরো বেশি সচেতন হতে হবে। যেকোন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুপাতে এন্টিবায়োটিক ঔষধ খেতে হবে। তারা বলেন, নিয়মিত এন্টিবায়োটিক রেসিস্টেন্স প্রতিরোধ করা মানুষ, সমাজ, দেশ ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি গণমানুষকে সচেতন করা সবার দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top