রিপোর্টার মিজানুর রহমান:::: খুলনা উপজেলা নির্বাহী অফিসার মোমিনুর রহমান কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।সোমবার সন্ধ্যা ছয় টায় বটিয়াঘাটা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি কবীর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফুল আলম খান উপজেলা চেয়ারম্যান বটিয়াঘাটা, আরো উপস্থিত ছিলেন জিএম মিলন গোলদার চেয়ারম্যান ৭ নং আমিরপুর ইউনিয়ন পরিষদ বটিয়াঘাটা উপজেলা
খুলনা । এ সময় বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্যা। সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র সহ সভাপতি আহসান কবির, সহ সভাপতি হিরামন মন্ডল সাগর, কার্যনির্বাহী সদস্য এড, সোহেল রানা মোল্যা, সদস্যন ইমরান হোসেন মোল্যা ও মহিদুল ইসলাম শাহিন প্রমূখ। সভার শেষে সংবর্ধিত অতিথি কে ফুল ও উপহার সামগ্রী প্রদান করা হয়।