চৌমুহনী সরকারী এস এ কলেজের গণিত বিভাগের শিক্ষা সফর অনুষ্ঠিত

 মনজুর হোসেন :::: – বৃহত্তর নোয়াখালী ২য় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চৌমুহনী সরকারি এস এ কলেজের গণিত বিভাগের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরটি হিমছড়ি , ইনানি সৈকত, পাটুয়ারটেক সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত অনুষ্ঠিত হয়েছে। অত্র কলেজের অধ্যয়নরত সকল বর্ষের গনিত বিভাগের ছাত্র-ছাত্রী উদ্যোগে শিক্ষা সফরটি আয়োজন করেছে। উক্ত শিক্ষা সফর টি অনুমোদন দিয়েছেন, চৌমুহনী সরকারি এস এ কলেজের গনিত বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক আমির হোসেন স্যার। উক্ত শিক্ষা সফর এ অংশগ্রহণ করেন, চৌমুহনী সরকারি এস এ কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক , মুলকুতের রহমান স্যার। আরও অংশগ্রহণ করেন, অত্র

কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক, কেশব লাল নাথ স্যার এবং অত্র কলেজের গনিত বিভাগের প্রভাষক, আজগর হোসেন স্যার। শিক্ষার্থীদের মধ্যে অংশগ্রহণ করেন, গণিত বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম রাব্বি, মোঃ ইসলাম হোসেন, দোলান বানিক এবং কৃষান চন্দ্র নাথ সহ প্রমুখ। অবশেষে চৌমুহনী সরকারি এস এ কলেজের গনিত বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের তিন দিনের আনন্দময় শিক্ষা সফরটি সমাপ্তি করে নিজ প্রতিষ্ঠানে ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top