তেরখাদা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

 তেরখাদা প্রতিনিধিঃ আজ সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) ব্র্যাকের সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শারাফাত হোসেন মুক্তি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার

নাজমুল হক, তেরখাদা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান, মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ  মহসিন, সাচিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের উপজেলা সমাজসেবা অফিসার  শরিফুল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার বিশ্বাস একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা,

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন, ব্রাকের প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ এবং লিপি বিশ্বাস, সহকারী শিক্ষক সম্পা সাহা, ইউপি মেম্বার নাসিমা কবির। সভায় উপজেলা থেকে বাল্যবিবাহ দূর করে তেরখাদাকে একটি বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে রূপান্তরিত করতে ব্যাপক আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top