মনজুর হোসেন::: শিক্ষা মন্ত্রণালয়াধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনিস্টিটিউট (বিএমটিটিআই) কর্তৃক আয়োজিত দাখিল স্তরের মাদ্রাসার সুপার/ সহ-সুপারগণের ১০০তম শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্স এর শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। উক্ত শিক্ষা সফর এ অংশগ্রহণ করেন, নোয়াখালীর নতুনহাট বোবারকান্দি ইসলামিয়া মাদ্রাসার সহ-সুপার,মাওলানা আবদুল মোনায়েম। আরও অংশগ্রহণ করেন, লক্ষ্মীপুরের খাগুড়িয়া মাদ্রাসার সহ-সুপার মাওলানা নুরুল ইসলাম এবং আল আরাফাহ দাখিল মাদ্রাসার সুপার, মাওলানা আলমগীর হোসেন। উক্ত শিক্ষা সফর এ আরও অংশগ্রহণ করেন, সারা বাংলাদেশের দাখিল মাদ্রাসা স্তরের মোট ৩৬ জন সহ-সুপার ও সুপার।
মাদ্রার সুপারগণের শিক্ষা সফরটি হিমছড়ি জাতীয় ঝর্ণা, শৈলপ্রপাত এবং সমুদ্র সৈকত, কক্সবাজার অনুষ্ঠিত হয়। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। তাই কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সারা বাংলাদেশর সহ-সুপার, সুপারগণের কোর্স শেষে শিক্ষা সফর করার সুযোগ করে দেন। অবশেষে বাংলাদেশ শিক্ষক প্রশিক্ষণ ইনিস্টিটিউট কর্তৃক মাদ্রাসার সহ-সুপার, সুপারগণের দুই দিনের আনন্দময় শিক্ষা সফরটি সমাপ্তি করে নিজ কর্মস্থলে ফিরে আসেন।