শারমিন আক্তার বগুড়া ::: ইউএসএআইডি’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আয়োজনে বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটি ও লাইট হাউসের সহযোগিতায় অদ্য ২০ নভেম্বর ২০২২ ইং তারিখে কাহালু উপজেলার নারহট্ট বহুমূখী উচ্চ বিদ্যালয়ে সরকারি আইনগত সহায়তা বিষয়ক স্কুল সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পেইনে নারহট্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদীন ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, শরিফুল ইসলাম,সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার-বগুড়া , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম প্রাং,চেয়ারম্যান নারহট্ট ইউনিয়ন
পরিষদ,কাহালু,বগুড়া। হারুন অর রশিদ সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, স্বন্চালোনায় ছিলেন, সিদ্দিকুল আলম মামুন প্রকল্প সমন্বয়কারী লাইট হাউস বগুড়া উক্ত অনুষ্ঠানে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মাঝে লিগ্যাল এইড বিষয়ে ভিডিও প্রদর্শনী উপস্থাপন ও স্কুলের সামনে সরকারি আইনগত সহায়তা বিষয়ে তথ্য প্রচারে তথ্য কেন্দ্র কক্ষ স্থাপন করা হয় এবং সেখান থেকে তথ্য প্রচারে ঊন্মুক্তভাবে লিফলেট স্ট্রিকার বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোছঃ মন্জু আরা শাপলা সহপ্রধান শিক্ষক নারহটট উচ্চ বিদ্যালয়। আরও উপস্থিত ছিলেন মোছাঃ ছালমা খাতুন,নাজমা পারভীন,ফিরোজ কবির উপজেলা সমন্বয়কারী লাইট হাউস বগুড়া।