কুখ্যাত মাদক ডিলার আসলাম সরকারের সাথে রকি কুমার ঘোষের কিসের সখ্যতা

 নিজস্ব প্রতিবেদকঃ- পদে আসতে মরিয়া সাবেক মহানগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ। আর এজন্য জাত পাতের বাছ বিছার করছেন তিনি। এমনই গুঞ্জন শুরু হয়েছে মহানগর সেচ্ছাসেবক-লীগ নেতা কর্মীদের মাঝে। সূত্রে জানা গেছে,স কুখ্যাত মাদক ডিলার আসলাম সরকারের ঘনিষ্ট জন রকি কুমার ঘোষের। তার বিভিন্ন অপকর্মের সহযোগীতা করতে পেছনে থেকে কল কাঠী নাড়েন বলে অভিযোগ ওঠেছে। জানা গেছে, (২৩ মে ২০২৮) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৭ কক্সবাজারের কলাতলী এলাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-৫১-৭৬৯৩) আটক করে আসলাম সরকারকে। পরে তার মাইক্রোবাসের তেলের ট্যাংকির ভেতর কৌশলে লুকানো অবস্থায় এক ১লাখ ৮হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। জিঙ্গাসাবাদে মাইক্রোবাসের মালিক আসলাম এবং চালক মাসুদ রানা

ইয়াবাব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলেও স্বিকার করে র্যাবের কাছে । ঘটনাটি একাধিক জাতীয় দৈনিক পত্রিকা রাজশাহীর স্থানীয় পত্রিকা সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদাটি প্রকাশিত হয় ২০১৮ সালে। একই সালে তার রাজশাহীতে ক্যাফের ব্যবসা ছিলো। ক্যাফের আড়ালে মাদক ও দেহ ব্যবসা করেই শতকোটির মালিক হয়েছেন তিনি। শুটিংয়ের আড়ালে ইয়াবা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো আসলাম। অভিযোগ রয়েছে, পুলিশের খাতায় নিখোঁজ মোস্ট ওয়ানটেড রাজশাহী অঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী বাঘার কালাম মোল্লার সঙ্গে রয়েছে আসলামের সখ্যতা। অনুসন্ধানে জানা গেছে, আসলাম সরকার রাজশাহী নগরীর রজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার আজিজুল আলমের ছেলে। তিনি কর্মজীবনের শুরুতে একটি টেলিফোনের দোকানের সামান্য কর্মচারী হিসেবে কাজ করতেন। ছয় থেকে সাতটি বিয়ে করেছেন। রাজশাহীর বিভিন্ন থানায় তার

বিরুদ্ধে নারীঘটিত মামলাও রয়েছে।স্থানীয়দের দেয়া তথ্যমতে, ব্ল্যাক ক্যাফেতে তরুণ-তরুণীদের নিয়ে বসানো হয় মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের আসর। চলতি বছরে (২০২২) জামিনে মুক্তি পায় আসলাম। জামিনে বেরিয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠে। ফিরে যায় পূর্বের পেশায়। শুরু করে মাদক কারবার। তার এই মাদক কারবারের পেছনে রয়েছে রকি কুমার ঘোষের সহযোগীতা এমনি অভিযোগ তুলেছে একটি সুত্র। এতো দিন গোপন থাকলেও এখন বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। টাকার বিনিময়ে বিভিন্ন মহলকে ‘ম্যানেজ’ করে আসলাম তার বিশাল মাদক নেটওয়ার্ক আবারও পরিচালনা করছে। বিভিন্ন সময় সংগঠনিক কার্যক্রমে রকি কুমার ঘোষের ছবি ব্যবহার করে

ব্যানার, ফেস্টুন, পোষ্টার ছাপিয়ে মহানগরীর বিভিন্ন সাথে লাগানো দেখা যায়। একটি সূত্র বলছে, রকি কুমার ঘোষের সাংগঠনিক কার্যক্রমের পেছনে ডোনার হিসেবে কাজ করে ইয়াবা সম্রাট আসলাম সরকার। এ ব্যপারে মুঠো ফোনে জানতে চাইলে রকি কুমার ঘোষ জানান,এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। আপনারা ভালো করে তদন্ত করে দেখুন আসল সত্যটি বেড়িয়ে আসবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top