পাইকগাছার পৌরসভায় আদালতের আদেশ উপেক্ষা করে পাকা প্রাচীর নির্মাণের অভিযোগ

 সফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):::     খুলনার পাইকগাছায় আদালতের আদেশ উপেক্ষা করে পৌরসভা’র প্রান কেন্দ্রে পাঁকা প্রাচীর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে পৌরসভাস্থ পাইকগাছা সরকারী কলেজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটেছে। কলেজ রোডের বাসিন্দা মৃতঃ সুলতান গাজীর ছেলে ব্যবসায়ী  আল মুনসুর অভিযোগ করেন নির্বাহী কোর্টের এমআর-৪৪৫/২২ মামলায় আদালতের দখল ভিত্তিক স্থিতিবস্থা’র নির্দেশ দিলে তা অমান্য করে প্রতিবেশি আশাশুনির গুনাকারকাটির মৃতঃ মুফতি মাওঃ জহির উদ্দীনের ছেলে আমিন উল্লাহ আজিজ বহিরাগতদের নিয়ে পেশী শক্তির বলে পাকা প্রাচীর তৈরী করছিলেন। খবর পেয়ে পুলিশকে জানালে এএসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নির্মান কাজ বন্ধ করে দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের

আশঙ্কা যে কোন মুহূর্তে দু’পক্ষ সংঘর্ষ জড়াতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। আলহাজ্ব আমিন উল্লাহ বলেন, আমি জমি ক্রয় করে দীর্ঘ ২০ বছর ভোগ দখল করছি।আল-মনসুর জানান, উনি যার নিকট থেকে জমি ক্রয় করেছেন, তার পূর্ব বিক্রেতা ক্ষিতিশ মন্ডল অনেক আগে তার প্রাপ্য জমি কলেজের নিকট বিক্রি করেছেন। সুতরাং তিনি এক জমি দুইবার বিক্রি করেছেন।আমি এস এ খতিয়ানের ওয়ারেশদের নিকট থেকে ক্রয় করলপ তারা আমার দখল বুঝে দেন। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান,এক পক্ষের প্রাচীর নির্মানের খবর পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কেউ আদালতের আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top