ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় সৌদি প্রবাসী জসীম উদ্দীনের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধার দিকে উপজেলার ভরাডোবা এলাকার একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ আরজিনা আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা গৃহবধূ আরজিনার লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত
অবস্থায় দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বলা যাবে।