ড্রেনে পড়েছিলাে বীর মুক্তিযাদ্ধার মরদেহ

খন্দকার সাইফুল নড়াইলঃ নড়াইলে শেখ আবু তালেব (৭৫) নামের এক বীর মুক্তিযােদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় কালিয়া উপজেলার গন্ধবাড়িয়া গ্রামের বেঁড়িবাদের দােকানের পিছনের ড্রেন থেকে ওই বীর মুক্তিযােদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

বীর মুক্তিযােদ্ধা শেখ আবু তালেব নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত মােজাম শেখের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, নিহত বীর মুক্তিযােদ্ধা আবু তালেব প্রতিদিনের মতাে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ সময় বাড়িতে না ফেরায়, পরিবারের লোকজন ও স্থানীয় জনতা খোঁজাখুঁজি করে। এসময় মসজিদের মাইকেও তাকে খোঁজার ঘোষনা দেয়া হয়। খোঁজাখুঁজির এক পর্যায় বাড়ি হতে আধা কিলােমিটার দূরে গন্ধবাড়িয়া গ্রামের বেড়িবাধের ড্রেনে একটি মতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে নড়াগাতি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে বীর মুক্তিযােদ্ধা শেখ আবু তালেবের মরদেহ উদ্ধার করেন।

এলাকাবাসী জানায়, গত ১৪ নভেম্বর ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যদের নির্বাচন হয়। আবু তালেব পূর্বে ওই মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ছিলেন। নির্বাচনে একটি প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন তিনি অন্য প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন তবিবুর রহমান মন্ডল। ম্যানেজিং কমিটির সদস্যদের নির্বাচনে আবু তালেবের প্যানেল জয় লাভ করেন। এটা নিয়ে নির্বাচনের দিন বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মাদ্রাসার সভাপতি সহ পূর্নাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করার শেষ দিন। নির্বাচনে আবু তালেবের প্যানেল জয়লাভ করায় তিনিই আবার সভাপতি হতেন। তাঁকে সভাপতির পদ থেকে সরাতে প্রতিপক্ষ প্যানেলের লােকজন শত্রুতার বসে তাকে হত্যা করেছে বলে ধারনা করছেন এলাকাবাসী।

মাউলি ইউনিয়নের চেয়ারম্যান রােজি হক বলেন, পূর্বে এলাকায় কােন গ্রাম্য কােন্দল ছিলনা। তবে মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে বেশ কয়েকদিন ধরে দুই প্যানেলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলাে। এর মধ্যে বীর মুক্তিযােদ্ধা শেখ আবু তালেবের এমন মৃত্যু খুবই দুঃখজনক।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, খবর পেয়ে পুলিশ এসে বীর মুক্তিযােদ্ধা শেখ আবু তালেবের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে হত্যা নাকি স্বাভাবিক মত্যু কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানাে হয়েছে। ময়নাতদন্তের রিপাের্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মােতায়ন করা হয়েছে। জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top