মাসুদ রানা,ষ্টাফ রিপোর্টারঃ বৈশাখী টিভির বগুড়া প্রতিনিধি,বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) নির্বাহী সদস্য কমলেশ মোহন্ত সানু আর নেই। আজ সকাল ১০ঃ৫৫ মিনিটে চিকিৎসকগণ তাঁকে মৃত ঘোষণা করেছেন।
গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে তিনি বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন (লাইফ সাপোর্টে) ছিলেন।
আজ বেলা ১২ টায় তাঁর মরহেদ বগুড়া প্রেসক্লাবে নেওয়া হবে।প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২ঃ৩০ মিনিটে ফুলবাড়ি মহাশ্মশানের উদ্দেশ্যে যাত্রা। সেখানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
সকলে সানু দা’র বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।