প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমার পরিবারের লোকজন উচ্চ শিক্ষিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত। আমার পরিবারে ০২ ভাই সরকারি চাকুরীজীবী, অপর ০২ ভাই যাত্রাপুর বাজারে মায়ের দোয়া চাউল ঘর নামক প্রতিষ্ঠানে(ধান, চাল, চিনা, গম ও পাট ও রবি শস্য ব্যবসায়ি এবং রেজিস্ট্রেশনকৃত গবাদি পশুর খামারের ব্যবসা-বানিজ্য করে জীবিকা নির্বাহ করে আসছে। আমার পরিবার সামাজিক ভাবে প্রতিষ্ঠিত। আমার মেঝো ভাবি মোছা: আন্না খাতুন সাবেক সংরক্ষিত মহিলা সদস্য। আমি ডিপ্লোমা করে স্বাস্থ্য সেক্টরে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছি এবং আমার স্ত্রী একজন সরকারি সিনিয়র স্টাফ নার্স। আমি এরশাদুল হক, পিতা সোনা মিয়া সরকার, সাং-কালির আলগা (মন্ডলপাড়া), ডাকঘর-যাত্রাপুর, থানা ও জেলা-কুড়িগ্রাম গত ০৮.১১.২০২২ ইং তারিখের কুড়িগ্রাম সদর থানার মামলা নং-১৪, যাহার জি.আর-৪৬৬/২০২২ কুড়ি: নং মামলা দায়ের করি। কুখ্যাত সন্ত্রাসী ও জলদস্যু ০৮ নং ওয়ার্ডের মেম্বার আসামী আনোয়ার হোসেন প্রামানিকসহ মোট ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো কিছু অপরাধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় মুল আসামী আনোয়ার হোসেন সহ অপর ০৩ জন আসামী জেল হাজতে আটক আছেন। অপর আসামীগণ ন্যায় আদালতে আত্মসমর্পন করলে হুজুর আদালত সদয় হয়ে আত্মসর্মকারী আসামীদের জামিন মঞ্জুর করেন। আসামীগণ জামিনে মুক্তি পেয়ে আমার পরিবারের উপর আরো ক্ষিপ্ত হয়ে নানা রকম ভয়ভীতি প্রদর্শণ করে এলাকায় আতংক সৃষ্টি করছেন। তারা আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য মাদকসহ যেকোন মামলা জড়িত করবে মর্মে হুমকি দিয়ে আসছে। গত ১৩.১১.২০২২ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে প্রতিবেদন লেখা পর্যন্ত সময়কালে জামিন প্রাপ্ত আসামীরা, এলাকার কিছু কুচক্রি মহল ও অতিউতসাহী লোকজনের মাধ্যমে স্থানীয় গোয়ালপুরী বাজারে কিছু অনিবন্ধিত টিভি মিডিয়া- ৭১ বাংলা, ইউনাইটেড টিভি ও বিভিন্ন অনিবন্ধিত ও জাতীয় দৈনিক মুক্তালোক পত্রিকায় কিছু অপেশাদার সাংবাদিক পরিচয়ে টাকার বিনিময়ে প্রকৃত ঘটনা আড়াল করার উদ্দেশ্যে আমার পরিবারকে সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচার করছে এবং প্রশাসনকে জড়িত করে নিউজ প্রচার করছে। এতে করে আমার পরিবার অপূরনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত এই অপেশাদার সাংবাদিক পরিচয়ে অনিবন্ধিত মিডিয়া বন্ধ করা সহ প্রকৃত ঘটনার প্রেক্ষিতে দায়ের কৃত জি আর-৪৬৬/২২ (কুড়ি) মামলার অজ্ঞাত আসামী এবং যারা সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে এবং সমাজকে কুলুষিত করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য বিনীত অনুরোধ করছি। সংশ্লিষ্ট প্রশাসন ও এলাকাবাসির নিকট অনুরোধ কল্পকাহিনী নির্ভর অপপ্রচার এবং ষড়যন্ত্রে লিপ্ত ব্যক্তিদের মাধ্যমে বিভ্রান্ত হবেন না। প্রকাশিত কাল্পনিক সংবাদগুলোর ব্যাপারে আমার পরিবারের পক্ষ হতে তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানাচ্ছি।
(মোঃ এরশাদুল হক)
পিতাঃ সোনা মিয়া সরকার
সাং-মন্ডলপাড়া (কালির আলগা)
ডাকঘর-যাত্রাপুর, থানা ও জেলা-কুড়িগ্রাম।
মোবাইল নং-০১৭১৭ ৪৭৩৯৬০।