স্বল্প জীবনকাল সম্পান্ন বিনাধান-১৬- র মাঠ দিবস অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি গোপালগঞ্জঃ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পান্ন বিনাধান-১৬- র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের কৃষক সুমনের মাঠে উৎপাদিত বিনাধান-১৬ কেটে এ মাঠ দিবস পালন করা হয়। বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বিনা’র

পরিচালক ড. আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার বেগম। বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ ড.কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি ড. অরবিন্দ কুমার রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার কুন্ডু, বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আকন্দ, সৌরভ অধিকারীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ ড. কামরুজ্জামান বলেন, সুমনের ক্ষেতে উৎপাদিত বিনাধান-১৬ কেটে পরিমাপ করে দেখো গেছে প্রতি

হেক্টরে এ ধান ৬ টন ফলন হয়েছেউচ্চ ফলনশীল ও ৮৫ থেকে ১০০ দিন জীবন কাল সম্পন্ন এ জাতের ধান চাষ করে কৃষক লাভবান হচ্ছেন। কারণ এ ধান করার পর কৃষক একই জমিতে বছরে ৩ থেকে ৪টি ফসলের আবাদ করে ফসল উৎপাদন বৃদ্ধি করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top