ভালুকা ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় এক কিশোরীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মঙ্গলবার ধর্ষক শামীম কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা করলে ভয়ে সে পলাতক রয়েছে। মামলা সূত্রে জানাযায়, উপজেলার জামিরদিয়া ডোবালিয়াপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে শামীমের সাথে ভালুকা রাজৈ ইউনিয়নের এক কিশোরীর চারবছর পূর্বে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর সুত্র ধরে ঐ কিশোরী কে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করে আসছিল বখাটে শামীম। এক পর্যায়ে ধর্ষিতা বিয়ের জন্য চাপ দিলে শামীম বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে ভিকটিমের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
ঘটনার দিন সোমবার বিকেলে ধর্ষিতা কিশোরী বিয়ের দাবিতে শামীমের বাড়িতে গিয়ে অনশন শুরু করে। খবর পেয়ে সন্ধ্যায় ভালুকা মডেল থানা পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় ধর্ষক শামীম কে আসামি করে একটি মামলা (মামলা নং ৩০/৫৫৭) দায়ের করেন।
এদিকে মামলা করার পরে খবর পেয়ে ধর্ষক শামীম এলাকা ছেড়ে পালিয়ে যায়। মামলার বাদী ধর্ষিতা কান্না জরিত কন্ঠে অভিযোগ করে বলেন, আমাকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেছে শামীম। সে এখন আমাকে বিয়ে করতে চায়না বলে ওর নামে আমি মামলা করেছি। আমি এর বিচার চাই। উল্লেখ্য বখাটে শামীম ইতিপূর্বে এরকম আরো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ধোকা দিয়েছে। ঘটনার সঠিক ন্যায়বিচার চেয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।
বিষয়টি নিয়ে হবিড়বাড়ি ইউপি সদস্য মোঃ তোফাজ্জল হোসেন বলেন , ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের মাধ্যমে ধর্ষিতাকে থানায় পাঠানো হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন। এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, মামলা রুজু করা হয়েছে। যত দ্রুত সম্ভব আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।