খান আতিকুর রহমান বাবুঃ জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল আয়োজিত বাল্যবিবাহ নিরোধ ও যৌতুক প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা গতকাল বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপত্বিত করেন খুলনা বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য।
সভাপতির বক্তৃতায় আঞ্চলিক পরিচালক বাল্যবিবাহ ও যৌতুকের কুফল সম্পর্কে কিশোর-কিশোরীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিশোর কিশোরীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের খুলনা ফিল্ড অফিসের শিশু সুরক্ষা কর্মকর্তা মোমেনুন্নেসা শিখা, খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার ও উপ বার্তা নিয়ন্ত্রক মোঃ নুরুল ইসলাম। খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শেখ সাদিয়া মনোয়ারা ঊষার সঞ্চালনায় কর্মশালায় খুলনা বেতার কেন্দ্রের সহকারী পরিচালক শায়লা শারমিন স্নিগ্ধা শুভেচ্ছা বক্তৃতা করেন। স্বাগত জানান উপ আঞ্চলিক পরিচালক ও কর্মশালার পরিচালক রিপন কুমার ভদ্র।
কর্মশালায় বাল্যবিবাহ নিরোধ ও যৌতুক প্রতিরোধ সংক্রান্ত কিশোর-কিশোরী বেতার শ্রোতাক্লাবের ২০ জন সদস্য অংশ নেন।