শিবলী সাদিক রাজশাহী ::: “আমরা এক সাথে কাজ করার স্মৃতিকে লালন করি এই প্রতিশ্রুতি নিয়ে। আজ সোমবার ১৪ নভেম্বর ২০২২ বেলা ১১ টায় আরএমপি সদরদপ্তরে অতিরিক্ত পুলিশ কমিশনার : সাখাওয়াত হোসেন ও সহকারী পুলিশ কমিশনার : ফরহাদ ইমরুল কায়েস-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র পুলিশ কমিশনার : আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাদের আরএমপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও
সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার বিদায়ী কর্মকর্তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলেও সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।