অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেন এর ১৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

 এ. আর. খানঃ   অদ্য ১৩ নভেম্বর ২০২২ খ্রিঃ অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেন এর ১৭৫ তম জন্মবার্ষিকীউপলক্ষে মীর মশারফ হোসেন এর বাস্তুভিটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতে (বর্তমান বাংলাদেশ) কুষ্টিয়া জেলারকুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনিএকজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তাঁর পুরো নাম সৈয়দ মীর মশাররফ হোসেন।তিনি বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী ও বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম।উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিকঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক,কুষ্টিয়া। বিশেষ অতিথি  খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া, অধ্যাপক কাজীমনজুর কাদির, অধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া, আলহাজ্ব আব্দুল মান্নান খান,চেয়ারম্যান, উপজেলা পরিষদ কুমারখালী, কুষ্টিয়া, আলহাজ্ব মোঃ রফিকুল আলম (টুকু), সাবেক ডেপুটি কমান্ডার, জেলা ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধাসংসদ, কুষ্টিয়া,  আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়া, আলম আরা জুঁই, কবি ও লেখক,  রাশেদুল ইসলাম বিপ্লব, সভাপতি, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি,কুষ্টিয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. আমানুর আমান, লেখক ও গবেষক। স্বাগত বক্তাহিসেবে উপস্থিত ছিলেন  এনামুল হক মন্জু, চেয়ারম্যান, চাপড়া ইউনিয়ন পরিষদ,কুমারখালী, কুষ্টিয়া। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব বিতান কুমার মন্ডল, উপজেলানির্বাহী অফিসার, কুমারখালী, কুষ্টিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top