বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

 সবুজ শিকদার,বাগেরহাট  ::   বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা তানু ভূঁইয়া নিহত হয়েছে। শুক্রবার (১১ ই নভেম্বর) রাত পৌঁনে দশটার দিকে শহরের নাগেরবাজার বাসাবাটী এলাকার বগা ক্লিনিক সংলগ্ন চার রাস্তার মোড়ে ফরিদ(২৯) নামে এক দুর্বৃত্ত খুব কাছে থেকে তাকে গুলি করলে এপিঠ ওপিঠ হয়ে বেরিয়ে যায়। এসময়ে স্হানীয়রা তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্হায় সে মারা যায়। ঘটনার পর থেকে বাগেরহাট শহরে থমথমে অবস্হা বিরাজ করছে। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান বাগেরহাট সদরের নাগেরবাজার-বাসাবাটী এলাকার মৃতঃ আঃ রব ভূঁইয়ার ছেলে জেলা স্বেচ্ছাসেবক দল এর সাবেক সাধারন সম্পাদক তানু ভূঁইয়া(৩৫) কে একই এলাকার টুটুল শেখ এর ছেলে ফরিদ (২৯) পূর্ব শত্রুতার জের ধরে বাসাবাটী-নাগেরবাজার বগা ক্লিনিক সংলগ্ন চৌরাস্তার মোড় এলাকায় গুলি করে। পরে স্হানীয়রা তানু ভূঁইয়াকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্হায় সে মারা যায়। গুলিতে নিহত তানু ভূঁইয়ার নামে বিভিন্ন সময়ে দায়েরকৃত আটটি মামলা এবং ফরিদের নামে হত্যা মামলা সহ পাঁচটি মামলা রয়েছে। তিনি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে যে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। বাগেরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিট আসামী ফরিদকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে।লাশ বাগেরহাট মর্গে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গহনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top