কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পানগাঁও পনকেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র নয়ন হত্যার প্রতিবাদে কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে ১০নভেম্বর বৃহস্পতিবার বিকালে সমিতির কার্যালয়ের সামনে এক মানববন্ধন করেছে।
শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জামিরুল হকের নেতৃত্বে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা নয়ন হত্যার সঙ্গে জরিতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ যে,গত ৬ নভেম্বর রাতে স্কুল ছাত্র নয়নকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংস ভাবে হত্যা করে পার্শ্ববর্তী বাড়ির প্রতিপক্ষের লোকজন।