ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২।’ বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। মেলায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাকিল ভূইয়া হাবিব, ইসরা রাইফা আহম্মেদ, সুকান্ত পালি মিলে কৃষি কাজে অটোমেটিক মেশিনের মাধ্যমে কিভাবে পানির আদ্রতা নির্ণয়ের মাধ্যমে সহজে সেচ কাজ করা যায় সেই মেশিন উদ্ভাবন করেছেন। নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টি ও ভূমিকম্প হওয়ার পূভাবাসের যন্ত্র প্রদর্শন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জিয়াউল হক মীর, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিভূতি ভূষণ দেবনাথ, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফ-উল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিজয়নগর, বাঞ্ছারামপুর সহ প্রতিটি উপজেলায় মেলাটি অনুষ্ঠিত হয়েছে।