কমলগঞ্জে রাস উৎসবে নৃত্য শেষে মারা গেলেন শিল্পী 

 নিজস্ব প্রতিবেদক:  জালাল উদ্দিন::   রাস উৎসবে দোহার নৃত্য শেষে লুটিয়ে পড়ে মারা গেলেন পুর্নচন্দ্র সিনহা (৬০) নামে এক শিল্পী। মৌলভীবাজারের কমলগঞ্জে রাস উৎসবে দোহার নৃত্য শেষে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন শিল্পী অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিপুরি সম্প্রদায়ের গান ও নৃত্যর প্রশিক্ষক পূর্ণচন্দ্র সিনহা (৬০)। মঙ্গলবার ০৮ নভেম্বর ২০২২ইং রাত ১১টার সময় উপজেলার মাধবপুর শিববাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত পূর্ণচন্দ্র সিনহা (৬০) ইসলামপুর ইউনিয়নের কালারাই বিলের বাসিন্দা। জানা যায়, মণিপুরি ললিতকলা একাডেমির রাস উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর পর অস্বস্তি লাগে পূর্ণচন্দ্র সিনহার। পরে তিনি শিববাজার জোড়ামণ্ডপের পাশেই বোনের বাড়িতে যান। সেখানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথেই মারা যান পূর্ণচন্দ্র সিনহা। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস উৎসব উপলক্ষে টানা কয়েক দিন ধরে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন পূর্ণচন্দ্র সিনহা। টানা বাদ্যযন্ত্র বাজানো এবং বয়স বেশি হওয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top