গীতি গমন চন্দ্র রায় গীতিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের নেকমরদ ইউনিয়নের বামন বাড়ী পাড়া এলাকায় গত ৬/৭ ই নভেম্বর ২০২২ সোমবার ও মঙ্গলবার ২ দিন ধরে বিভিন্ন এলাকার কীর্ত্তনের দল দিয়ে হরিবাসর অনুষ্ঠিত হয়।
জানা যায়,ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের বামন পাড়া হরিবাসর কমিটির উদ্যোগে এ হরিবাসরের আয়োজন করা হয়।
উক্ত হরিবাসর অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ভক্তবৃন্দ,দর্শক শ্রোতা দলে দলে আসিয়া পুজো পার্বন,কীর্ত্তন ও নাম সংকীর্তন করেন।
হরিবাসর অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কীর্ত্তনের দল ভাড়া করে নিয়ে আসা হয়।আর সে কীর্ত্তনের দল দিয়ে হরিবাসর মঞ্চে কীর্ত্তন গাওয়া হয়।সে সময় পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি উপস্থিত ছিলেন।
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
০১৭৫১১১৮৭৮৭