চিতলমারীতে অসহায়ের পাশে দাঁড়ালেন বাগেরহাট জেলা ব্লাড ব্যাংক সংগঠন

মিরাজুল শেখ,বাগেরহাটঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চড়চিংগরি গ্রামের স্বামী, সন্তান হারা ভিক্ষুক হাজেরা বেগমের এক মাত্র থাকা খাওয়ার ঘরটি আগুনে পুড়ে যায়। বিসয়টি চেয়ারম্যান ও মেম্বারকে জানিয়েও কোন সমাধান হয়নি।

বিষটি বাগেরহাট জেলা ব্লাড ব্যাংকের নজরে আসলে আবারও মানবতার পরিচয় দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মাঃ মোঃ নজরুল ইসলাম এর নির্দেশে অসহায় হাজেরা বেগমের জন্য সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায় একটি ঘর প্রধান করা হয়।

বাগেরহাট জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মাঃ নজরুল ইসলাম বলেন,বাগেরহাট জেলা ব্লাড ব্যাংক অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন।সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতা বিভিন্ন উন্নয়ন মূলক সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন কাজ অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন,আমরা ২১ সাল থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি কর্মসূচি পালন করে আসছি।আমরা ব্যক্তি পরিচিতির জন্য নয়,বরং তারা এমন মহৎকর্ম করছেন অসহায় মানুষের উপকার করার জন্য এবং সাথে দেশের যুবসমাজ ও বৃওবানদের তাদের সাথে কাজ করার আহবান জানান।এবং তাদের এই সামান্য অনুদান এই অসহায় মায়ের যথেষ্ট না,তাই দেশের মানুষের কাছেও ভুক্তভোগীদের সাহায্যের আবেদন জানান।দেশবাসীর কাছে বাগেরহাট জেলা ব্লাড ব্যাংক পরিবারের স্বেচ্ছাসেবী রক্তযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া কামনা করেছে তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম কামাল উদ্দিন বলেন, আমরা আজ যে সহোযোগিতা করেছি সে খুব কষ্টে জীবন যাপন করছে, তাদের দেখার কেউ নেই।আমরা এভাবে আগামীতেও কাজ করে যাবো। এবং আমরা চাই আমাদের দেখাদেখি আরও মানুষ এই অসহায় মায়ের পাশে দাড়াতে এগিয়ে আসুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top