মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ ডিজিটাল নম্বর প্লেটই জীবনের কাল হলো নাটোরের বাগাতিপাড়ার পৌর এলাকার নওশেরা মহল্লার আসিউল ইসলাম সবুজ (৩১) ও তার স্ত্রী শোভা খাতুন (২৭) দম্পতির। গত রোববার সন্ধ্যায় গ্রামের বাড়ি বাগাতিপাড়া আসার সময় বঙ্গবন্ধুসেতু মহাসড়কের ১১ নম্বর ব্রিজ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। সোমবার গ্রামের বাড়িতে তাদের মৃতদেহ আসলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, সবুজ ঢাকায় একটি প্রাইভেট কম্পানিতে চাকরি করার সুবাদে পরিবার নিয়ে সেখানেই থাকতেন। গত কয়েকদিন আগে নাটোর বিআরটি অফিস থেকে তাঁর মোটরসাইকেলে ডিজিটাল নম্বর প্লেট লাগানোর ম্যাসেজ পেয়ে রোববার অফিস শেষে গ্রামের বাড়ি আসছিলেন তাঁরা। বঙ্গবন্ধুসেতু এলাকায় পৌঁছাতেই এক সড়ক দুর্ঘটনায় সেখানেই তাদের মৃত্যু হয়।
সবুজের চাচাতো ভাই আল-আফতাব খান সুইট জানায়, গত ঈদুল আজহার সময় মোটরসাইকেল কিনেছে সবুজ। আর গত পূজার সময় সেটি ঢাকায় নিয়ে গিয়েছিল। সেই মোটরসাইকেলই তাদের জীবন কেড়ে নিলো। সোমবার দুপুরে জানাজা শেষে এলাকার কবর স্থানে তাদের দুজনেরই দাফন সম্পন্ন করা হয়।