কেন্দুয়ায় ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী খুন

সাইফুল আলম দুলাল,কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় নয়ন মিয়া (১২) নামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নয়ন মিয়া উপজেলার মাসকা ইউপি’র পানগাঁও গ্রামের অটো রিকশা চালক আব্দুল ওয়াদুদ মিয়ার একমাত্র ছেলে এবং পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। খবর পেয়ে সোমবার (৭ নভেম্বর) সকালে ঘটনার স্থল পরিদর্শন করেন কেন্দুয়া থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, ওসি আলী হোসেন পিপিএম, মাসকা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাঙ্গালী প্রমুখ।
নিহত নয়নের পিতা আব্দুল ওয়াদুদ জানান, রোববার (৬ নভেম্বর) বিকালে স্কুল থেকে এসে আমার কাছ থেকে দশ টাকা নিয়ে দোকান থেকে বিস্কুট আনতে যায় সন্ধ্যায় বাড়ি আসে। তারপর কোথায় চলে যায়। রাতে বিভিন্ন বাড়ি খুঁজে তাকে আর পাওয়া যায়নি। সকাল বেলায় পাশ্ববর্তী নির্মাণাধীন মনজু মিয়ার বাড়ির আঙিনায় রক্তাক্ত অবস্থায় লাশ পাওয়া যায়।
এ বিষয়ে কেন্দুয়া সার্কেল সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ বলেন, সোমবার সকাল বেলা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। নিহত নয়ন মিয়ার পেট সহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম বলেন, মরদেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ও গলায় গোলাকার চিহৃ রয়েছে। খুনের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন। লাশ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top