মুক্তিযুদ্ধা পরিবারের পৈতৃক সম্পত্তি ভূমিদস্যু-সন্ত্রাসী কর্তৃক জোর পূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন

রাসেল সরকার// রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ানের মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে ময়না বিবি ও আসমা খাতুন গংদের পৈতৃক সম্পত্তি ভূমিদস্যু-সন্ত্রাসী কর্তৃক জোর পূর্বক দখল, ভাংচুর, হামলা ও লুটতরাজের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

গত ৩রা নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় ওয়ালিউর রহমান, শাহিন বেপারী, সরফাতুর রহমানসহ আরো ২৫/৩০ জন সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায় এবং ঘর-বাড়ি, দোকান-পাট ভাঙচুরসহ লুটপাট করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এতে ভুক্তভোগী আসমা খাতুনসহ বেশ কয়েকজন আহত হয়। ঘটনা চলাকালীন ৯৯৯ এতে কল দিলে সেই সময়ে খিলগাঁও থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেলেও কাউকে গ্রেফতার না করলেও খিলগাঁও থানার ওসি সাহেব একটি জিডি নিয়েছেন সেটির বাদী হয়েছে আসমা খাতুনের বোনের ছেলে; যার জিডি নং ২১৬। তবে হামলা কারীদের মধ্যে অনেকেই সবুজবাগ থানার কর্মরত পুলিশ বলেও অভিযোগ উঠেছে যাদের ছবি মানববন্ধনের ব্যানারের ছবিতে দেখাও যায়।

আসমা খাতুন বলেন, বিজ্ঞ সহকারী জজ আদালতের মামলা নং ৪০৮/২১ বিদ্যমান থাকা অবস্থায় সন্ত্রাসী কার্যকলাপ চালায়। স্থানীয় জনগণ ও খিলগাঁও থানা পুলিশের সহায়তায় তারা বেঁচে গেছি। বর্তমানে আমরা আতংকিত অবস্থায় জীবন-যাপন করছি। আমরা প্রশাসন, আদালতের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাই, তবুয় আসমা খাতুন অনেক খুশি হয়ে খিলগাঁও থানার ওসিকে ধন্যবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top