সবুজ শিকদার বাগেরহাটঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি গোল চত্বর থেকে টার্নিং নেয়ার সময় হাজরা গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী(৪২)ভ্যান ড্রাইভার দুবাই বাংলাদেশ সিমেন্টের ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খুলনা-মংলা মহাসড়কে শনিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় মোংলা গামী বেপরোয়া গতিতে চলা ট্রাকের চাকায় পিষ্ট হয় জাহাঙ্গীর গাজী তিনি ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা তিনি প্রতিদিনের মত পরিবারের সদস্যদের পেটের যোগান দিতে ভ্যান নিয়ে বেড়িয়ে পরেন কিন্তু ঘাতক ট্রাক ড্রাইভারের বেখেয়ালী ও অমনোযোগীর কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যে ভ্যান দিয়ি তিনি রোজগার করতেন সেই ভ্যানে তার মৃত দেহটি নিয়ে যাওয়া হয়।
বিষয় টি নিশ্চিত করেন কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
ঘটনা স্থান পরিদর্শন করেন এসআই খালেক ও তার সঙ্গীয় ফোর্স , নিউজ লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।