মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসন,সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিমের সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, খারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা এসএম জাহাঙ্গীর, সমবায়ী ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলায় অবস্থিত সমবায় সমিতির মালিকদের ক্রেষ্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।