আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবান আলীকদমে চট্টগ্রাম লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে ৮শত শতাধিক মানুষের চক্ষু,খৎদনা কানের চেদা ও সেলাই মিশিংসহ এতিমখানা খাদ্য সামগ্রী মাধ্যমে দরিদ্র রোগীদেরকে ওষুধ ও চোখের চশমা দেয়া হয়। লায়ন্স ক্লাব এর অন্যান্য সংগঠনের সহযোগিতায়, আলীকদম জোনের সার্বিক তত্বাবধানে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।এই সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত লায়ন শেখ শামসুউদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ জেলা গভর্নর।
শনিবার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রায় ছয়শ মানুষকে এই সেবা দেয়া হয়। আলীকদম উপজেলার চৈক্ষ্যং মৈত্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
স্থানীয় বিভিন্ন গোত্রের নারী-পুরুষা সুশৃঙ্খল পরিবেশে এ চিকিৎসা সেবা গ্রহণ করেন। লায়ন ক্লাব এর উদ্যোগে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদেরেকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চক্ষু অপারেশন এর ব্যাবস্থা করেন এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হসপিটালে স্থানান্তরের পর লায়ন্স এর উদ্যাগে অপারেশন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
এমতাবস্থায়,জেলা গভর্নর, লায়ন্স অব চিটাগাং খুলশী, লায়ন্স অব চিটাগাং মিরসরাই,লায়ন্স অব চিটাগাং গোল্ডেন সিটি লায়ন্স অব চিটাগাং গ্রিন সিটি লায়ন্স অব চিটাগাং মুনলাইট চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শুটার কমনওয়েল্থ গেম্স-এ প্রথম স্বর্ণপদক প্রাপ্ত আতিকুর রহমান, উদ্যাক্তা সাইফুদ্দিন জালালী, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
লায়ন জোন চেয়ারপার্সন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রাম এর লায়ন মো: আবদুল মান্নান, জেলা চেয়ারপার্সন লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ ও লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন তারেক কামাল,তাহের আহম্মদ , লায়ন এমএ কামাল হোসেন, লায়ন প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী আরশাদুল রহমান,লায়ন সাইফুল ইসলাম টুটুল, লায়ন কামরুজ্জামান লায়ন প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অব চিটাগাং মুননাইট সাইমা সুলতান,লায়ন প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব মিরসরাই মইনুদ্দিন, লায়ন আরিফ সেক্রেটারী খুলশী আরিফ সাজ্জাদ চৌধুরী লায়ন আজিজ উদ্দীন, লায়ন প্রেসিডেন্ট গ্রীন সিটি ফরিদ আহমদসহ লামা প্রেসক্লাব সেক্রেটারী- মো.কামরুজ্জামান,স্থানীয় উদ্যাক্তা মো: খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।