এ. আর. খানঃ প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা সহ রাষ্ট্রের অব্যাহত অগ্রযাত্রার অভিষ্ঠ লক্ষ্য অর্জনে টেকসই নিরাপত্তা ও শান্তির জন্য অহর্নিশ দিবারাত্র কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। সম্মানিত নাগরিকদের জানমাল, আইনী প্রতিকার, অপরাধ দমন ও নিবারন সহ বহুমাত্রিক কাজে নানাবিধ উপায়ে আইনের আলোকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবহিকতায় বাদীর অটোরিক্সা টি রাতে চার্জ দেওয়া অবস্থায় ভূরুঙ্গামারী থানাধীন শিংঝাট এলাকা থেকে চুরি হয়ে যায় পরবর্তীতে ভূরুঙ্গামারী থানায় অটোরিক্সা চুরির মামলা রুজু করলে ভূরুঙ্গামারী থানা পুলিশের তাৎক্ষণিক তদন্ত ও অক্লান্ত প্রচেষ্টায় আজ ৪ অক্টোবর ২০২২ তারিখ ভূরুঙ্গামারীর শিংঝার এলাকার মোঃ হায়দার আলী (২৭) ও দেওয়ানের খামার গ্রামের মোঃ শিপন ইসলাম (২৮) দ্বয়কে গ্রেফতার করে তাদের দেখানো মতে জনৈক গোলজার আলীর অটোগ্যারেজ থেকে বাদীর চোরাইকৃত অটোরিক্সাটি বিভিন্ন যন্ত্রাংশ খোলা অবস্থায় উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন উদ্ধারকৃত অটোরিক্সাটি বাদী সনাক্ত করেছেন। এই বিষয়ে আরো তদন্ত চলমান রয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় উদ্ধারকৃত অটোরিক্সাটি প্রকৃত মালিককে ফিরিয়ে দেয়ার প্রানান্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
এভাবেই কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।