প্রথম সিলেটি হিসেবে এভারেস্ট বেস ক্যাম্পে তামীম

রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ প্রথম সিলেটি হিসেবে সফলভাবে এভারেস্ট বেস ক্যাম্পে উঠার গৌরব অর্জন করেছেন  এনামুল কবীর তামীম। এভারেস্ট বেস ক্যাম্প সমুদ্র সমতল থেকে ৫৩৬৪ মিটার (১৭৫৯৮ ফুট) উচ্চতায় অবস্থিত। তামীম গত ২১ অক্টোবর যাত্রা শুরু করে কাঠমান্ডু থেকে পৃথিবীর অন্যতম বিপদসংকুল বিমানবন্দর হিসেবে পরিচিত লুকলায় পৌঁছেন। পরে লুকলা থেকে নামচে বাজার হয়ে একে একে টকটক, ডুলে, মাচেরমো, গোকিও লেকে গিয়ে গোকিও রি সামিট করে চোলা পাস অতিক্রম করে থাকনাক, জোংলা লবুচে, গোরাকশেপ থেকে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেন তিনি। ২১ অক্টোবর থেকে প্রতিদিন ৮/১০ ঘন্টা ট্রেক/হাইকিং করে তামীম সোমবার (৩১ অক্টোবর) এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেন। পেশাগত জীবনে ব্যাংকার তামীম খুবই ভ্রমণপ্রিয় মানুষ। তিনি ভবিষ্যতে এরকম আরও রোমাঞ্চকর যাত্রার আশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top