খুলনায় ৫টি প্রতিষ্ঠানকে ৩৫,০০০/- টাকা জরিমানা

 এ. আর. খানঃ বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে ২রা নভেম্বর বুধবার ১০.৩০ হতে ১.৩০ টা পর্যন্ত পরিচালিত তদারকিমূলক অভিযানে মহানগরের বিভিন্ন এলাকা/বাজারে তদারকি করা হয়। হরিনটানাধীন মোস্তফা মোড়ে সুরাইয়া অটো এলপিজি ফিলিং স্টেশনকে অবৈধ্য ভাবে এলপিজি সিলিন্ডার ক্রস ফিলিং করায় ২০,০০০/- জরিমানা করা হয়েছে। এছাড়া দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা বাজারে তদারকি করে অতিরিক্ত দামে চিনি বিক্রয়, মূল্য বিহীন ওষুধ বিক্রয়, নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় আরো ৪টি প্রতিষ্ঠান কে মোট ১৫,০০০/- টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ৫টি প্রতিষ্ঠানকে জরিমানার পরিমাণ ৩৫,০০০/- টাকা। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। একইসাথে কোথাও ভোক্তা অধিকার আইন লঙ্ঘিত হলে অর্থাৎ কোনো দোকানদার পণ্যের মূল্য নির্ধারিত মূল্যের থেকে বেশি দাবি করিলে তাৎক্ষনাৎ ভোক্তা অধিকার হেল্পলাইন ১৬১২১ এ জানানোর জন্য বলা হয়। এই তদারকিমূলক অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন শিরমনি, খুলনা ও ক্যাব প্রতিনিধি, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top