নিজস্ব প্রতিনিধিঃ খুলনার বড় বাজারের একটি গোডাউন থেকে ওএমএস’র ১৪ টন চাল জব্দ করেছে র্যাব। এ সময় দুজনকে আটক করা হয়। গতকাল নগরীর বড় বাজারের বার্মাশীল রোডের একটি গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালসহ তাদের আটক করা হয়। র্যাব জানায়, চালের ঊধ্বমুখী দাম নিয়ন্ত্রণের জন্য সরকার গরীব ও দুস্থ মানুষের জন্য খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি ব্যবস্থা করে। সেই চাল বিক্রি না করে অসাধু ডিলাররা কালোবাজারে চাল বিক্রি করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব নগরীর বার্মাশীল রোডে কয়েকটি গোডাউন গোয়েন্দা নজরদারিতে রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব সেখানে অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার কেজি চাল জব্দ সহ দুজনকে আটক করেন। আটককৃতরা হলেন, সোনাডাঙ্গা থানা এলাকার হাশেম শেখের ছেলে নাদিম আহমেদ ও পশ্চিম বানিয়াখামার এলাকার আবুল খালেকের ছেলে রবিউল ইসলাম। এদের মধ্যে নাদিম আহমেদ গোডাউন মালিক। র্যাব-৬ খুলনার সিনিয়র এএসপি পহন চাকমা বলেন, আটককৃতরা গরীব মানুষের চাল ডিলারদের কাছ থেকে কিনে বাজারজাত করনের উদ্দেশ্যে নিজস্ব বস্তায় ভরছিল। এ সময় র্যাব সেখানে থেকে ৫০ কেজি ওজনের ১০০ বস্তা ও ২৫ কেজি ওজনের ৩৯০ বস্তা চাল জব্দ করে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান। তদন্ত সাপেক্ষে এ কাজের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে র্যাব’র পক্ষ থেকে জানানো হয়।