নড়াইলে ভোটারদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ইউপি নির্বাচন সম্পন্ন

 এ. আর. খানঃ ২ নভেম্বর (বুধবার) কালিয়া উপজেলায় ইউপি সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ১৮ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটারগণ স্বত:স্ফূর্তভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। নির্বাচনে কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত ওয়ার্ড মেম্বার পদে ২০ জন এবং সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোসা: সাদিরা খাতুন,  পুলিশ সুপার, নড়াইল  এ সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ উপলক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং অফিসার ও ফোর্সদের আইন-শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর সদস্যগণ নিয়োজিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top