নুরুজ্জামান হোসেন হিলি দিনাজপুর প্রতিনিধিঃ- দিনাজপুরের হিলি সিমান্তের নিকটবর্তী এলাকায় ধানের জমি থেকে১৯৭১সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পরিত্যক্ত অবস্থায় দুইটি মর্টার শেল উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। ১ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর এলাকা থেকে মর্টার শেল দুটি উদ্ধার করা হয়েছে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম জানায়,মহেশপুর গ্রামের কৃষক ইউসুফ আলী ধানের জমিতে পানি সেচ দিতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেল দেখতে পেয়ে মর্টার শেল গুলো নিয়ে বাসায় আসে। পরে এলাকায় জানাজানি হলে স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দেয়,ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি টিম মর্টার শেল দুটি জব্দ করে থানায় নিয়ে আসে।ধারনা করা হচ্ছে মর্টার শেল দুটি ৭১ এ মুক্তিযুদ্ধের সময়কার।