পাইকগাছা উপজেলা চেয়ারম্যানের বাড়ি ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি

  সফিয়ার রহমান, পাইকগাছা খুলনা:: পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি  আনোয়ার ইকবাল মন্টুর শিববাড়ি ব্রিজ সংযোগ সড়ক সংলগ্ন বাড়িতে বারান্দার লোহার গেট ও ঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় দশ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ সময় চোরেরা ওই চেয়ারম্যানের বসত ঘরের আসবাবপত্র তছনছ করে রেখে যায়। ঘটনাটি গত ৩০ অক্টোবর দিনগত রাতে। এ ব্যাপারে পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে জানাযায়, গত ৩০অক্টোবর জরুরি কাজে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু স্ব-পরিবারে খুলনার নিজ বাসায় অবস্হান করছিলেন।পরদিন সকালে বাড়ীর কেয়ারটেকার জানান রাতের কোন এক সময় বাড়িতে চুরি হয়েছে । সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যান স্ব-পরিবারে বাড়ীতে এসে দেখেন চোরেরা প্রথমে বারান্দার লোহার গেট ও ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ষ্টিলের আলমারী ও লকার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দশ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। একই সাথে চোরেরা ঘরের আসবাবপত্র ও তছনছ করে রেখে গেছে। চুরির বিষয়ে পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, চুরির সংবাদ শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top