মিরসরাই প্রতিনিধি::: মিরসরাইয়ে রহস্যজনক ভাবে নিহত গৃহবধূ সাদিয়ার বাপের বাড়ি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় শোকের মাতম বইছে। মঙ্গলবার ( ১ নভেম্বর) দুপুরে নিহত সাদিয়ার মৃতদেহ চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে নেয়া হয়েছে। সাদিয়ার মৃতদেহ নিজ বাড়িতে প্রবেশের সাথে সাথে আপনজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। উল্লেখ্য সোমবার( ৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে সাদিয়া আক্তার (১৮) নামে গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়। সাদিয়ার শশুর বাড়ির সিলিং ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে। নিহত সাদিয়ার মা রিনা আক্তার ও আপনজনদের অভিযোগ যৌতুকের টাকা দিতে বিলম্ব হওয়ায় সাদিয়াকে হত্যা করেছে তার স্বামী তাজুল ইসলাম। এব্যাপারে মিরসরাই থানায় আত্মহত্যা প্ররোচনায় একটি মামলা রুজু করে সাদিয়ার স্বামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন।