বাসের ধাক্কায় ভ্যান যাত্রীর মৃত্যুঃ আহত -২

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস বসুন্ধরা পরিবহনের(ঢাকা মেট্রো ব-১৫-৯০১১) ধাক্কায় ব্যাটারী চালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা উত্তরপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে কৃষক মঞ্জুরুল ইসলাম(৫৫)।

রোববার(৩০অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে বগুড়া নাটোর মহাসড়কের ওমরদিঘী বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।এই ঘটনায় আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নিহতের স্ত্রী গোলনাহার বেগম(৫০) এবং নিহতের চাচাত ভাই ওয়েজকুরুনী(৫০)।

ঘটনার পরপরই বাসের চালক এবং তাঁর সহকারি পালিয়ে গেছেন। বগুড়া কুন্দইল হাইওয়ে পুলিশ বাসটি আটক করে হেফাজতে নিয়েছেন। এই ঘটনায় নিহতের চাচাত ভাই নাজিরুল ইসলাম বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেছেন।

বগুড়া কুন্দইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইনস্পেক্টর শহিদুল ইসলাম জানান, বসুন্ধরা পরিবহনের ধাক্কায় অটো ভ্যানের যাত্রী মঞ্জুরুল নিহত হয়েছেন। আমরা বাসটি আটক করে হেফাজতে নিয়েছি। এই ঘটনায় শাজাহানপুর থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top